প্রকাশিত: Thu, Mar 16, 2023 4:43 PM আপডেট: Sat, May 10, 2025 5:57 PM
গ্রেপ্তার এড়াতে ইমরানকে আত্মসমর্পণের নির্দেশ
সব দলকে নিয়ে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেহবাজ
ইমরুল শাহেদ: একদিকে গ্রেপ্তারি পরোয়ানা, আরেক দিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আলোচনার প্রস্তাব থেকে স্পষ্টতই অনুমেয়, পাকিস্তানের রাজনীতি এখন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। সংকট ঘনীভূত হয়েছে ইমরান খানের তোষাখানা মামলাকে কেন্দ্র করে। এই মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করার প্রশ্নে টালমাটাল হয়ে উঠেছে লাহোরের রাজনৈতিক অঙ্গন। এর মধ্যেই বৃহস্পতিবার ইসলামাবাদের জেলা ও দায়রা জজের বিচারক জাফর ইকবাল আদালতে আত্মসমর্পণ করলে পিটিআই প্রধান গ্রেপ্তার এড়াতে পারেন বলে প্রস্তাব দিয়েছেন। আদালত ও ইমরান খানের মধ্যে যখন এমন একটা টানাপড়েন চলছে তখন সকল রাজনৈতিক দলকে আলোচনায় বসার ডাক দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ডন
বৃহস্পতিবার গণমাধ্যম সম্পাদকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানে সব রাজনৈতিক দলকে এক সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। এ সময় নির্বাচন নিয়েও কথা বলেন শেহবাজ। নির্বাচন কমিশনের (ইসিপি) সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়েই সাধারণ নির্বাচন আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইসলামাবাদের প্রধানমন্ত্রী হাউসে কাউন্সিল অব পাকিস্তান নিউজপেপার এডিটরস (সিপিএনই)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শেহবাজ শরীফ। সেখানে তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল রাজনৈতিক শক্তিকে একসঙ্গে বসতে হবে।’ বুধবারের বৈঠকে পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্র ও নিরাপত্তার সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর আলোচনা হয়।
জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার লাহোরের মিনার-ই-পাকিস্তানে পিটিআই যে জনসভার আয়োজন করেছে, তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। নিরাপত্তা হুমকি থাকা সত্ত্বেও এই জনসভায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল ইমরান খানের। বৃহস্পতিবার সকালে ইমরান খানের গ্রেপ্তার ইস্যুসহ এসব বিষয়ে আদালতে শুনানি হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
